পরিবারকেও বাহুবলীকে হত্যার রহস্যে বলেননি কাটাপ্পা

  23-05-2017 03:19PM

পিএনএস ডেস্ক: ‘বাহুবলী’র প্রথম ভাগ দেখার পর থেকেই সারা বিশ্বের দর্শকের মনে একটাই প্রশ্ন ছিল, কেন বাহুবলীকে মারল কাটাপ্পা? ‘বাহুবলী টু’ ছবিটি নির্মাণের সঙ্গে যারা জড়িত, তারা নিশ্চয়ই সিনেমার পুরো কাহিনি আগে থেকেই জানতেন। কিন্তু কোনোভাবেই বাহুবলীর কাহিনী ফাঁস হয়নি। তেমনটাই জানিয়েছেন ‘কাটাপ্পা’র মেয়ে দিব্যা রাজ।

‘বাহুবলী’ সিনেমায় কাটাপ্পার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সত্যরাজ। তার মেয়ে দিব্যা সত্যরাজ সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, রুপালি পর্দার ‘কাটাপ্পা’ তার মেয়ে কিংবা পরিবারের অন্য সদস্যদেরও জানাননি যে, কেন কাটাপ্পা মারল বাহুবলীকে।

দিব্যা জানান, ‘আমরাও অন্যান্য দর্শকের মতোই বাহুবলী প্রথম ভাগ দেখার পর থেকেই জানতে চাইছিলাম, কেন হঠাৎ বাহুবলীকে মারল কাটাপ্পা? আমার বাবাই কাটাপ্পার ভূমিকায় অভিনয় করেছেন। ফলে বাবা নিশ্চয়ই জানতেন সিনেমার স্টোরিটা। সেই মনে করে বাবার কাছে বার বার জানতে চাইতাম, কেন বাহুবলীকে মারল কাটাপ্পা? কিন্তু বাবা সেই প্রশ্নের উত্তর কেবলই এড়িয়ে যেতেন। আমাদের পরিবারে বাবা বাদে অন্যরা অনেক সময় আঁচ করার চেষ্টা করতাম যে, কেন কাটাপ্পা বাহুবলীকে মারল? আমাদের অনুমানের কথা শুনে বাবা খালি মুচকি হাসতেন।

জানা গেছে, শুধু সত্যরাজই নয়, ফিল্মের সমস্ত কলাকুশলীই এইভাবে সিনেমার কাহিনী সম্পর্কে গোপনীয়তা রক্ষা করে চলেছিলেন। গোপনীয়তার বিষয়টি নিশ্চিত করতে ১৫০ জন মেম্বারের কাছ থেকে রীতিমতো বন্ড স্বাক্ষর করিয়ে নিয়েছিল ফিল্মের প্রোডাকশন হাউজ।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন