প্রিয়াঙ্কার বেওয়াচ প্রাপ্তবয়স্কদের জন্য

  24-05-2017 02:50PM

পিএনএস ডেস্ক: নব্বইয়ের দশকে ভক্তদের জন্য বেওয়াচ ছিল একটি এসক্যাপিস্ট ফ্যান্টাসি। যেখানে ক্যালিফোর্নিয়ার সমুদ্রসৈকত জুড়ে থাকা সূর্য, সমুদ্রের ঢেউ এবং স্লো-মোশনে জগিংরত অবস্থায় সুইমস্যুট পরিহিত কিছু তারকা মিলেমিশে একাকার হতো। প্রতি সপ্তাহে ১৪৮টি দেশের প্রায় ১.১ বিলিয়ন দর্শক এই টিভি সিরিজ দেখত। যখন এই জনপ্রিয় টিভি সিরিজ বড় পর্দায় দর্শক দেখতে পাবে, তখন স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ আরো বেড়ে যাওয়ার কথা। সিনেমাটির একটি গুরুত্বপুর্ণ চরিত্রে অভিনয় করেছেন দ্য রকখ্যাত ডোয়াইন জনসন।

দ্য রক মনে করেন এই সাড়া জাগানো ছবিটি কিছুদিনের মধ্যে মুক্তি পেলে একটি আলোড়ন তৈরি হবে। যদিও ‘দ্য ডিউকস অব হ্যাজার্ড’, ‘চিপস’ এবং ‘লস্ট ইন স্পেস’-এর মতো বিখ্যাত টিভি সিরিজগুলো থেকে চলচ্চিত্র তৈরি করে যেখানে ব্যর্থ হয়েছিল, সেখানে ‘বেওয়াচ’-এর সফলতা আকাশ্চুম্বি হবে বলেই ধারণা করছেন এই অভিনেতা। অভিনয় ছাড়াও ছবিটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন রক। পরিচালক হিসেবে আছেন ‘হরিবল বস’-এর মতো সিনেমা পরিচালনা করা সেথ গর্ডন। তবে তারা ছবিটি পারিবারিক বিনোদনের বদলে প্রাপ্তবয়স্কদের জন্য উপস্থাপন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

তাদের মতে, তারা ছবির হাস্যোজ্জ্বল পরিবেশ, শক্তিশালী ভাষা এবং নগ্নতার লাগাম টেনে ধরতে চাননি। ছবিতে রককে দেখা যাবে একজন লাইফগার্ডের ভূমিকায়। ঘটনাক্রমে তিনি একটি মাদক চোরাচালানের তদন্তে যুক্ত হয়ে পড়েন। ৩১ বছর বয়সী আর এক অভিনেতা অ্যালেক্সান্ডার দাদ্দারিও এই ছবিতে লাইফগার্ডের ভূমিকায় অভিনয় করেছেন।

শুটিংয়ের সময়কার কথা স্মরণ করে আলেক্সান্ডার বলেন, ‘আপনি বুঝতেই পারবেন না, আপনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বের হতে যাচ্ছেন। সেখানে সুর্যের তাপও বেশি। আপনি সূর্যের মধ্যে চুপ করে আছেন।’

অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া ইতোমধ্যে এই ছবি দিয়ে হলিউডে নাম লিখিয়েছেন। ছবিতে তিনি একজন খলচরিত্র মার্কিন ব্যবসায়ী ভিক্টোরিয়া লিডসের চরিত্রে অভিনয় করেছেন। ৩৪ বছর বয়সী চোপড়া বলেন, ‘আমি মনে করি বেওয়াচের অনুপ্রেরণা নিজের চেয়ে বড় কিছু করার।’

প্রিয়াঙ্কা আরো বলেন, ‘আপনি একটি মহাসাগরে মানুষের জীবন বাঁচাতে বদ্ধপরিকর। কিন্তু এটি আপনাকে সম্পূর্ণভাবে গ্রাস করে নিতে পারে। বেওয়াচের সদস্যরা একটি টিম হিসেবে অনেক ঝুঁকিপুর্ণ কাজ করে। এই দলগতভাবে কাজ করাটাই ঘৃণা করে ভিক্টোরিয়া। কিন্তু আমি মনে করি এটাই বেওয়াচের অনুপ্রেরণা।’

ছবিটি কাল বৃহস্পতিবার (২৫ মে) বিশ্ব জুড়ে মুক্তি পাচ্ছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন