ঢাকার সন্ধ্যায় গানে মাতাবেন নেহা কাক্কার

  27-07-2017 01:03PM

পিএনএস ডেস্ক: বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্কার বৃহস্পতিবার সকালে মুম্বাই থেকে ঢাকায় পৌঁছেছেন। সন্ধ্যায় তিনি গানে মাতাবেন বাংলাদেশি শ্রোতাদের। ‘নেহা কাক্কার লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টে তিনি গান গাইবেন। এ কনসার্টের আয়োজক ই-মেকার্স। কনসার্টে নেহা কাক্কারের সঙ্গে বাংলাদেশি শিল্পীরাও গান গাইবেন।

নেহা কাক্কার মূলত আইটেম গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। তিনি ঢালিউডের অগ্নি-২ সিনেমার ম্যাজিক মামনি গানটি গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।

ই-মেকার্সের মিডিয়া বিভাগের প্রধান আফরিদ হাসান, নেহা এখন গুলশানের একটি পাঁচতারা হোটেলে রয়েছেন। রাত আটটায় গান গাইতে মঞ্চে উঠবেন। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।

নেহা কাক্কারের সর্বশেষ জনপ্রিয় আইটেম গান হলো ‘কালা চশমা’। এছাড়াও তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে ‘আজ ব্লু হ্যায় পানি পানি’, ‘সেকেন্ড হ্যান্ড জাওয়ানি’, ‘ধাতিং নাচ’, ‘লন্ডন ঠুমাকড়া’, ‘দেখেগা রাজা ট্রেলার’, ‘আও রাজা’, ‘তু ইশক মেরা’, ‘দো পেগ মার’, ‘পার্টি শো’, ‘টুকুর টুকুর’ ইত্যাদি।

আফরিদ হাসান জানান,ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল অনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন