নেশা নিয়ে মুখ খুললেন কুসুম শিকদার

  21-08-2017 01:25PM

পিএনএস ডেস্ক: আপত্তিকর, যৌন উত্তেজক ও অশ্লীল দৃশ্য থাকার অভিযোগে অভিনেত্রী কুসুম শিকদারের মিউজিক ভিডিও ‘নেশা’ ৭২ ঘণ্টার মধ্যে ইউটিউব থেকে সরিয়ে ফেলার জন্য আইনি নোটিশ দেওয়া হয় রবিবার (১৩ আগস্ট)।

ই-মেইল, ডাক ও কুরিয়ারযোগে গানটির প্রকাশক ‘বঙ্গ’সহ গানটির মডেল কুসুম শিকদার ও খালেদ হোসাইন সুজনকে আইনি নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব।

নোটিশে বলা হয়, নেশা ভিডিওটি শুরুই হয় ‘উত্তেজক’ কথার আবৃত্তি দিয়ে। এরপর রয়েছে একের পর এক আপত্তিকর, যৌন উত্তেজক ও অশ্লীল দৃশ্য।

এই বিষয়ে সাংবাদিকদের কুসুম শিকদার বলেছিলেন, ‘এখনই এ নিয়ে কোনও মন্তব্য করব না। নো কমেন্টস। দিন দুয়েক পর এ নিয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করবো।’

এদিকে গতকাল অবশেষে তিনি মুখ খুললেন। কুসুম জানালেন, অনেকেই বলছে আলোচনায় আসার জন্যই ‘নেশা’ গানটির মিউজিক ভিডিওতে আমাকে একটু ভিন্নভাবে দেখা গেছে। তবে মানুষের ধারণা ঠিক নয়। কাজের ক্ষেত্রে ভালো লাগাটাকেই প্রাধান্য দিই। এই ভিডিও নিয়ে কেন সমালোচনা হচ্ছে, মাথায় আসছে না। আমি কাজে বিশ্বাসী। আন্তর্জাতিকমান রেখে বাণিজ্যিকভাবে কাজটি করেছি, এতটুকুই।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন