পাকিস্তানে ভারতীয় ছবির নিষিদ্ধের কারণ

  24-08-2017 11:37AM

পিএনএস ডেস্ক:পাকিস্তানে ভারতীয় ছবির নিষিদ্ধের তালিকায় সাম্প্রতিক সংযোজন হুমা খুরেশি অভিনীত ‘পাটিশন: ১৯৪৭’। নাম থেকেই ছবির বিষয়বস্তু বোঝা যাচ্ছে। গত ১৮ই আগস্ট মুক্তি পায় ছবিটি।

এদিকে ছবিটি নিয়ে পাকিস্তানের সেন্সর বোর্ড আপত্তি জানিয়েছে। পাক সেন্সর বোর্ড জানিয়েছে ছবিতে মহম্মদ আলি জিন্নাহ চরিত্রকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। তাই তারা ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

এর আগে আমির খান অভিনীত ‘দঙ্গল’ পাকিস্তানে মুক্তি পেলেও ছবির দুটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছিল পাকিস্তান সেন্সর বোর্ড। একটি ‘আপত্তিকর’ দৃশ্যে ভারতের পতাকা দেখানো হয়েছিল। ছবির একটি দৃশ্য ছিল যেখানে গীতা ফোগট গোল্ড মেডেল জেতার পর ভারতের জাতীয় সঙ্গীত বেজে ওঠে। এই দৃশ্যটিও তাদের আপত্তিকর মনে হয়েছে। অতএব এই দুটি দৃশ্যে কাঁচি চালিয়ে ছবিটিকে পাকিস্তানে মুক্তি দেওয়া হয়।

এরকম অনেক কারণেই পাকিস্তানে ভারতীয় ছবি নিষিদ্ধ ঘোষণা করা হয়। কি কি কারণে পাকিস্তানে ভারতীয় ছবি মুক্তি দেওয়া হয় না তার এক দীর্ঘ তালিকা বানানো হল।

কাশ্মীর ইস্যু- ছবিতে কাশ্মীর নিয়ে কিছু দেখানো হলে আগেই সেই ছবিকে লাল পতাকা দেখানো হয়। অক্ষয় কুমার অভিনীত ‘জলি এলএলবি টু’, শাহিদ কাপুরের ‘হায়দার’ ছবিতে কাশ্মীরকে দেখানোয় ছবি দুটিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান।

মুসলিমরা নেগেটিভ চরিত্রে- কোন মুসলিম নেগেটিভ চরিত্রকে দেখানোতা মেনে নিতে পারে না পাক সেন্সর বোর্ড। এই যেমন রইস ছবিটিতে শাহরুখ খানকে একজন মুসলিম নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এই ধরনের ছবিকে ‘মুসলিম বিরোধী’ লেবেল লাগিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

হাফিজ সাঈদ- সাইফ আলি খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ফ্যান্টম’কে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ছবিটিতে হাফিজ সাঈদকে খারাপ ভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ তোলে পাকিস্তান।

সন্ত্রাস- এটাও ছবি নিষিদ্ধ করার আরও একটা কারণ। ২০১০ সালে ‘তেরে বিন লাদেন’ ছবিটিকে এই কারণে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ধর্মকে আঘাত দেওয়া চলবে না- অক্ষয় কুমার অভিনীত ‘খিলাড়ি ৭৮৬’ ছবিটি মুসলিম ধর্মে আঘাত হেনেছে। এই অভিযোগে ছবিটিকে পাকিস্তানে মুক্তি দেওয়া হয়নি।

শত্রুকে ভালোবাসা যাবে না- এক ধর্মের নায়ক ভিন্ন ধর্মের নায়িকার প্রেমে পড়ছেন অথবা এর উল্টোটা হলে ছবি মুক্তিতে কোপ পড়ে পাকিস্তানে। সোনম কাপুর-ধনুশ অভিনীত ‘রানঝাতে’ এক মুসলিম মেয়ে হিন্দু ছেলের প্রেমে পড়ে যায়। ব্যস ছবি মুক্তি আটকে গেল পাকিস্তানে।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন