হঠাৎ ‘উধাও’ কুসুমের নেশা

  18-09-2017 04:08PM

পিএনএস ডেস্ক:হঠাৎ ইউটিউব থেকে উধাও হল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কুসুম শিকদারের ‘নেশা’ ভিডিওটি। ইউটিউবে সকাল থেকে গানটি আর নেই। রোববার (১৭ সেপ্টেম্বর) মিউজিক ভিডিওর নামে পর্নোগ্রাফির অভিযোগে কুসুম শিকদারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে মামলাটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী খন্দকার নাজমুল আহসান। এই খবর গণমাধ্যমে ফলাও করে প্রকাশের পর থেকে হঠাৎ ইউটিউব থেকে `উধাও' হল কুসুম শিকদারের সেই সমোলোচিত ‘নেশা’ গানটি। এ বিষয়ে অভিনেত্রী কুসুম শিকদারের সঙ্গে কথা বলতে গেলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

গত ৩ আগস্ট ‘বঙ্গ’ নামের প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল ‘বঙ্গবিডি’ থেকে অভিনেত্রী কুসুম সিকদারের ‘নেশা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ পায়।মুক্তির পর থেকে ভিডিওতে কুসুম সিকদারের খোলামেলা ও আবেদনময়ী উপস্থিতি নিয়ে গণমাধ্যমে ও সামাজিকমাধ্যমে জোর সমালোচনা শুরু হয়।

পরে ১৩ আগস্ট গানটির সব বৈধ-অবৈধ ভিডিও ও টিজার ইউটিউব থেকে সরানোর জন্য বাদীর পক্ষে আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব আইনি নোটিশ দেন। তার পরও গানটি না সরানোয় রোববার পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮ ধারায় মামলা দায়ের করা হয়।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন