সেই জুনায়েদ এবার নাটকে

  21-09-2017 11:47PM

পিএনএস ডেস্ক: রাজধানীর ধানমন্ডি লেকে গেল বছর জুনায়েদ নামের এক তরুণ তার বন্ধু নুরুল্লাহকে মারধর করে। সেই মারধরের দৃশ্য ধারণ করে ছেড়ে দেয়া হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ভাইরাল হয়েছিল। এরপর জুনায়েদকে পুলিশ গ্রেফতারও করে।

সম্প্রতি ওই ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘আমি জুনায়েদ’। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। জানা গেছে, জুনায়েদ চরিত্রটি পুরান ঢাকার একটি ছেলের চরিত্র। জুনায়েদ সহজ-সরল পুরান ঢাকার একটি ছেলে। জুনায়েদ মন থেকে অনেক ভালোবাসে সাদিয়াকে।

কিন্তু সাদিয়া তার মনের কথা সরাসরি জুনায়েদকে বলে না। এদিকে নুরুল্লাহ বন্ধু জুনায়েদ সম্পর্কে সাদিয়াকে নানা কুপরামর্শ দেয়। এভাবেই নাটকের কাহিনি এগিয়ে যাবে।

নাটকে জুনায়েদ চরিত্রে অভিনয় করেছেন ইমন। তার প্রেমিকা সাদিয়া চরিত্রে টয়া ও নুরুল্লাহ চরিত্রে অভিনয় করেছেন জোভান।

‘জুনায়েদ’ চরিত্রে অভিনয় করার কারণ জানতে চাইলে ইমন বলেন, ‘বাস্তবের জুনায়েদ চরিত্রটি ফেসবুকে অনেক ভাইরাল হয়েছিল। যখন নাটকটিতে নাম ভূমিকায় অভিনয়ের প্রস্তাব আসে, তখন আমি ‘না’ করিনি। কারণ, নাটকের চিত্রনাট্য আমার পছন্দ হয়েছে। চরিত্রটিও জোস। বাস্তবের জুনায়েদের সঙ্গে নাটকের পুরোপুরি মিল নেই।’

‘আমি জুনায়েদ’ নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক মোহন আহমেদ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন