চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এজাহিকাফ আজীবন সম্মাননা পাচ্ছেন

  16-10-2017 03:34PM

পিএনএস : নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এজাহিকাফ আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন।

আগামীকাল ১৭ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় ঢাকার শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী ভিআইপি সেমিনার মিলনায়তনে ‘সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়তে জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলনে অসামান্য অবদানের জন্য এ অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন যাবত নিরাপদ সড়ক চাই আন্দোলন এবং ২২ অক্টোবরকে সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবির প্রেক্ষিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চলতি বছর ২২ অক্টোবরকে সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেছেন এবং এ বছর থেকে ২২ অক্টোবর সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হবে।

প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব মো. মসিউর রহমান রাঙ্গা এম.পি।প্রধান বক্তা থাকবেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।উদ্বোধক থাকবেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী, বিএনএ জোটের কো চেয়ারম্যান এম. নাজিমউদ্দিন আল আজাদ।

বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, বাংলাদেশ সাংস্কৃতিক উন্নয়ন পার্টির চেয়ারম্যান ডাঃ কাজী ফারুক বাবুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, দৈনিক আজকের বিনোদনের উপদেষ্টা সম্পাদক কবি সুলতানা রাজিয়া রেজনু খান, এজাহিকাফ’র সভাপতিমন্ডলীর সদস্য চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনুর, ঢাকা জেলা ছাত্রলীগের সহ সভাপতি এইচ.এম মেহেদী হাসান, ক্রাইম নিউজ টিভিডটকম এর ভাইস চেয়ারম্যান লায়ন জেবিন সুলতানা কান্তা।

স্বাগত বক্তব্য রাখবেন বিশিষ্ট সাংবাদিক ও টিভি উপস্থাপক, এজাহিকাফ’র মহাসচিব লায়ন সালাম মাহমুদ। সভাপতিত্ব করবেন সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী, এজাহিকাফ’র নির্বাহী সভাপতি সৈয়দ দিদার বখত।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন