শুভ জন্মদিন তাহসান

  18-10-2017 01:27PM

পিএনএস ডেস্ক: বুধবার জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসানের জন্মদিন। ১৯৭৯ সালের এ দিনে তিনি জন্মগ্রহণ করেন।

ছায়ানটে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন তাহসান। ১৯৯৮ সালে যোগ দেন ব্যান্ডদল ব্ল্যাকে। পরবর্তীতে দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন। বিয়ের পর মিথিলাকে নিয়ে বের করেন নিজস্ব অ্যালবাম।

২০১২ সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামে নতুন একটি ব্যান্ড। বাংলামোটরে ‘কৃত্যদাসের আবাসে’ নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে।

তাহসানের একক অ্যালবামের মধ্যে রয়েছে কথোপকথন, কৃত্যদাসের নির্বাণ, ইচ্ছে, নেই, প্রত্যাবর্তন, উদ্দ্যেশ্য নেই ও অভিমান আমার। এছাড়া একাধিক দ্বৈত, মিশ্র অ্যালবাম ও সিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তাহসান।

বিশেষ দিবসে নাটকে অভিনয়ও করছেন এ সেলিব্রেটি। বেশি আলোচিত হয়েছেন এ বছর মিথিলার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের ঘটনায়।

নতুন সময়ের পক্ষ থেকে গুণী এ শিল্পীর জন্মদিনে রইল নিরন্তর শুভকামনা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন