জনপ্রিয় সুইডিশ ডিজে তারকার মৃত্যু, কারণ গোপন রাখা হয়েছে

  21-04-2018 02:11PM


পিএনএস ডেস্ক: সুইডিশ জনপ্রিয় সংগীত শিল্পী ও ডিজে আভিচি শুক্রবার ওমানে মারা গেছেন। তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। অত্যন্ত সফল এই তরুণ ডিজে বিশ্বের ইলেক্ট্রোনিক সংগীত জগতের তারকাদের মধ্যে অগ্রগামী ছিলেন। ওমানের রাজধানী মাস্কাটে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

মাস্কাট হিলস রিসোর্টের ডিজে মৈত্রী জোশি বলেন, তিনি আভিজিকে ওমানের রাজধানীতে দেখতে পান। তিনি বুঝতে পারেন সে সংগীত তারকা তার বন্ধুদের সাথে প্রথমবারের মতো ওমানে ঘুরতে এসেছেন।

সুইডেনের নাগরিক আভিচির আসল নাম ছিল টিম বার্গলিং। ২০০৮ সালে সংগীতশিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি।

আভিচি ইলেকট্রনিক ডান্স মিউজিক স্টার হিসেবে পরিচিত ছিলেন। এক রাতে আড়াই লাখ ডলার আয় করার রেকর্ড আছে তার।

অন্যান্য সংগীতশিল্পীদের সাথে যৌথভাবে সংগীত তৈরিতে যুক্ত ছিলেন তিনি।

আভিচির মৃত্যুর কারণ জানানো হয়নি।

তার মুখপাত্র জানিয়েছেন, এ ব্যাপারে আর কোনো তথ্য জানানো হবে না। তার শোকার্ত পরিবারকে গোপনীয়তা বজায় রাখার সুযোগ দিতে অনুরোধ করেন ওই মুখপাত্র।
আভিচির স্বাস্থ্য অনেকদিন ধরেই অবনতির দিকে ছিল। অন্যান্য স্বাস্থ্য সমস্যার পাশাপাশি অতিরিক্ত মদ্যপানের কারণে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ভুগছিলেন তিনি। ২০১৪ সালে তার গল ব্লাডার এবং অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়। এরপর স্বাস্থ্যগত কারণে ২০১৬ সালে তিনি অবসরে যাবার সিদ্ধান্ত নেন। সূত্র: এএফপি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন