ওরা করোনার চেয়েও ভয়ঙ্কর: আসিফ

  12-03-2020 05:53PM

পিএনএস ডেস্ক:প্রতারণার অভিযোগে এক গীতিকারকে করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। মামলার স্বার্থে ওই গীতিকারের নাম প্রকাশ করতে রাজি নন আসিফ।

গত ৯ মার্চ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে এই অভিযোগ করেন আসিফ। ওই স্ট্যাটাসে করোনা ভাইরাস ও ঢাকার পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জনপ্রিয় এই শিল্পী। সেই স্ট্যাটাসের চুম্বক অংশ বিবার্তা পাঠকদের জন্য তুলে ধরা হল-

আসিফ লিখেছেন– ‘কাজ তো থেমে নেই। হালকা অসুস্থ শরীরটা নিয়ে গেলাম কপিরাইট অফিসে। এখন নতুন গান করার চেয়ে পুরনো গান নিয়েই যুদ্ধ চলছে বেশি। এক আশ্রিত বেইমান গীতিকারের কারণে যেতে হলো আজ। গিয়ে দেখি অসভ্যটা অঙ্গীকারনামায় মিথ্যার আশ্রয় নিয়ে তার লেখা গানের কপিরাইট চেয়েছে। ব্যাপারটা ধরে ফেলেছি, খুব দ্রুত বিস্তারিত ঘটনা জাতির সামনে চলে আসবে। আপাতত মামলার স্বার্থে ডিসক্লোজ করছি না, চোরটা মরহুম আইয়ুব বাচ্চু ভাইকেও ছাড়েনি। এই দল যতই শক্তিশালী হোক না কেন, তাদের মোনাফেকি ধরা পড়বেই। শাস্তিও পেতে হবে। এই গীতিকারেরও করোনা হবে না। কারণ এরা ইন্ডান্ট্রি ও সমাজের পচা গনোরিয়া রোগী। আস্তিনের সাপগুলো সমাজের বিভিন্ন সেক্টরে ছড়িয়ে পড়েছে তেলবাজির মাধ্যমে। ওরা করোনার চেয়েও ভয়ঙ্কর। সুতরাং আসুন করোনা জুজু থেকে বের হয়ে রাস্তাঘাটে সাবধানে চলি। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, যেখানে-সেখানে থুতু না ফেলি...।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন