করোনা সচেতনতা বাড়াতে একসঙ্গে তিন বিশ্বসুন্দরী

  16-04-2020 11:27AM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাস নিয়ে সচেতনতা বাড়াতে এবার একত্রিত হচ্ছেন তিন বিশ্বসুন্দরী। তারা হলেন- পুয়ের্তো রিকোর স্টেফানি দেল ভালে (২০১৬) ভারতের মানুষি চিল্লার (২০১৭) মেক্সিকোর ভ্যানেসা পনসে দে লেয়ন।

বিষয়টি নিশ্চিত করে মানুষি চিল্লার বলেন, এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের নিজ নিজ দেশ ও সম্প্রদায়ে করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য যতোটুকু সম্ভব করা উচিত। আমি সবাইকে বলতে চাই আমরা সবাই একসঙ্গে রয়েছি। আর এখন ভারতে যা ঘটছে তা পৃথিবীর বাকি অংশেও ঘটছে।

মেক্সিকো এবং পুয়ের্তো রিকোর দুই সুন্দরীও একই কথা বলবেন। আমরা একই পৃথিবীর এবং এখন আমরা সবাইকে একসঙ্গে লড়াই করে সম্মিলিতভাবে এটি নিরাময় করতে পারি।

এরইমধ্যে বিশ্বের বড় বড় দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। তাই এর প্রতিরোধের জন্য সাবেক এই তিন বিশ্বসুন্দরী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের দেশগুলোর জন্য নেয়া পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য তারা সরকারী সংস্থাগুলোর হয়ে কাজ করবেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন