করোনায় আক্রান্ত ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

  30-07-2020 11:48AM

পিএনএস ডেস্ক:করোনায় আক্রান্ত দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক এসএস রাজামৌলি । পরিচালক নিজেই এ কথা ট্যুইট করে জানিয়েছেন বুধবার । ট্যুইটারে তিনি লেখেন, ‘‘আমি এবং আমার পরিবারের সদস্যরা কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলাম, আমাদের অল্প জ্বরও ছিল। সময় অপচয় না করে আমরা টেস্ট করিয়েছি। আজ রিপোর্টে করোনার অল্প সংক্রমণ পাওয়া গিয়েছে। চিকিৎসকের পরামর্শ মতো আমরা সকলেই হোম কোয়ারেন্টাইনে আছি ।’’

রাজামৌলির এই ট্যুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়তে থাকে হাজার হাজার আরোগ্য বার্তা । তার ভক্তরা পরিচালকের আরোগ্য কামনা করে ট্যুইট করেন । এরপরেই রাজামৌলি ফের ট্যুইট করে আশ্বস্ত করেন তাঁর ফ্যানদের । লেখেন, ‘‘আমরা সকলেই এখন ভাল আছি । করোনার লক্ষণ নেই । তবে সমস্তরকম সাবধানতা অবলম্বন করে চলছি । শুধু অ্যান্টিবডি তৈরি হওয়ার অপেক্ষায় রয়েছি, যাতে এরপর আমরা আমাদের প্লাজমা দান করতে পারি ।’’

দক্ষিণের এই জনপ্রিয় পরিচালক ‘মগধীরা’, ‘ ছত্রপতি ‘ ‘সাই’ এর মত ছবিও পরিচালনা করেছেন। তিনি আপাতত ব্যস্ত রয়েছেন তার আগামী ছবি ‘ আর আর আর ‘ নিয়ে, যার মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রমচরণ তেজা, জুনিয়র এন্টি আর, আলিয়া ভাটকে। এই ছবিতেই ক্যামিও করছেন অজয় দেবগণ। রাজামৌলি করোনা আক্রান্তের খবরে তার দ্রুত সুস্থতার কামনা করে টুইট করেছেন অনেক সিনেমা প্রেমীরা।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন