করোনার কাছে হার মানলেন প্রখ্যাত গায়ক বালাসুব্রহ্মণ্যম

  25-09-2020 04:21PM

পিএনএস ডেস্ক : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম। চেন্নাইয়ের একটি হাসপাতালে প্রায় ২ মাস ধরে চিকিত্সা চলার পর শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, মৃত্যুকালে বালাসুব্রহ্মণ্যমের বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে ভারতের সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে।

৫৫ বছরের সংগীতের ক্যারিয়ারে ৪০ হাজারের বেশি গান গেয়েছেন এসপি বালাসুব্রহ্মণ্যম। আগস্টের শুরুতে জ্বর-সর্দি-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

সেখানে করোনা পজিটিভ হয় তার। সেসময় তিনি আশা প্রকাশ করেন, করোনাকে জয় করে শিগগিরই ফিরে আসবেন।

তবে করোনা থেকে মুক্তি পেলেও বালাসুব্রহ্মণ্যমের শারীরিক অবস্থা সংকটজনক হয়ে ওঠে। হাসপাতালে কর্তৃপক্ষ জানায়, তাকে সর্বোচ্চ লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ২৩ সেপ্টেম্বর থেকে ফের তার অবস্থার অবনতি হওয়া শুরু হয়।

যদিও আগের দিন তার ছেলে ছেলে এসপি চরণ টুইট করে বালাসুব্রহ্মণ্যমের শারীরিক উন্নতির কথা জানিয়েছিলেন। সবাই তার ফিরে আসার প্রত্যাশায় থাকলেও না ফেরার দেশে চলে গেলেন ভারতের এ সংগীত তারকা।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন