৩০০ পরিবারের পাশে হিরো আলম

  19-04-2021 04:59PM

পিএনএস ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় আলোচিত নাম হিরো আলম। অভিনয়ের বাইরে বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। করোনার এই কঠিন সময়ে আরও একবার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন হিরো আলম।

নিজ এলাকা বগুড়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গতকাল থেকে আজ পর্যন্ত মোট ৩০০ পরিবারকে ইফাতার সামগ্রী বিতরণ করেছেন তিনি। এর মধ্যে ছিল মুড়ি, ছোলা, খেজুর, চিনি, শুকনো বুন্দিয়াসহ প্রয়োজনীয় সামগ্রী।

হিরো আলম বলেন, ‘আমি খুব বেশি কিছু করতে পারিনি। আমার সামর্থ্য মতো চেষ্টা করেছি, রোজার মাসে মানুষদের পাশে দাঁড়াতে।’

তিনি আরও জানান, শুধু রোজার মাসেই নয়। ঈদের সময়েও তিনি অসহায় মানুষদের পাশে থাকবেন।

হিরো আলমের ভাষ্য, ‘করোনা পরিস্থিতে অনেক মানুষ আর্থিক সংকটে রয়েছে। আমি চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। ঈদে পরিকল্পনা রয়েছে সেমাই, চিনিসহ শাড়ি, লুঙ্গি বিতরণ করার।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন