অক্সফোর্ডের গবেষকরা ব্রাজিলে টিকা পরীক্ষা করবেন

  05-06-2020 12:27PM


পিএনএস ডেস্ক: লকডাউন এবং কারফিউ জারি করার পরেও মেক্সিকো এবং ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, গত পাঁচ দিনেই সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ বেড়ে গেছে। তার মধ্যে আমেরিকা সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় রয়েছে।

গত বুধবার মেক্সিকোতে এক হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য জানানো হয়। অন্যদিকে ব্রাজিলে একদিনে মারা গেছে ১৩৪৯ জন।

এরই মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ব্রাজিলে অন্তত ২০০০ স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ব্রাজিলের নাগরিক স্বাস্থ্য দেখভাল কর্তৃপক্ষ এ ব্যাপারে অনুমতি দিয়েছে।

জানা গেছে, ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন আবারো পরীক্ষা শুরু করেছেন বিজ্ঞানিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ওষুধকে গেম চেঞ্জার বলে উল্লেখ করেছেন।

এদিকে করোনাভাইরাসের জেরে চাকরি হারাচ্ছেন মার্কিনিরা। আরো ১৯ লাখ মার্কিনি চাকরি হারিয়ে বেকার হয়ে গেছেন। করোনার জেরে সে দেশে ৪২ লাখের বেশি যুবক বেকার হয়ে যেতে পারে। সূত্র : হিন্দুস্তান টাইমস

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন