‘সৈন্য প্রত্যাহার করুন’

  26-10-2016 04:53PM



পিএনএস ডেস্ক : ফিলিপাইন থেকে ‘সম্ভাব্য আগামী দুই বছরের মধ্যে’ বিদেশী সৈন্য প্রত্যাহার চান দেশটির প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠকের আগে বুধবার দুতার্তে একথা বলেন। তিনি বর্তমানে তিন দিনের সফরে জাপান অবস্থান করছেন।

ফিলিপাইনে অর্ধশত বছরের মার্কিন ঔপনিবেশিকতার কথা উল্লেখ করে দুতার্তে জানান, তিনি স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ফিলিপাইন ‘চলতে পারবে’।

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো অ্যাকুইনো ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি এনহ্যান্সড ডিফেন্স কোঅপারেশন চুক্তি করেন। চুক্তিটির আওতায় মার্কিন সৈন্যদের আবারো ফিলিপাইনে মোতায়েন করা হয়েছে। এর আগে ১৯৯০ এর দশকে ফিলিপাইন থেকে মার্কিন সৈন্যদের প্রত্যাহার করা হয়।

দুতার্তে জুন মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। গত দুই মাস ধরে তিনি চুক্তিটি বাতিলের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন বলে জানা গেছে।

এর আগে তিনি মিন্দানাওয়ের জাম্বোয়াঙ্গা নগরীতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর প্রায় ১ শ’ সৈন্যকে প্রত্যাহারের আহ্বান জানান।

এসব মার্কিন সৈন্য সন্ত্রাসবাদ মোকাবেলায় ফিলিপিনো সেনাবাহিনীকে সহায়তা করছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন