আইএসের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে নিহত ৮২

  17-01-2017 01:01AM

পিএনএস ডেস্ক: সিরিয়ার দেইর আল জোরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর সঙ্গে সিরীয় বাহিনীর প্রচণ্ড লড়াইয়ে শনিবার থেকে কমপক্ষে ৮২ জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটসের বরাত দিয়ে সোমবার রয়টার্স জানিয়েছে এ কথা।
আইএস জঙ্গিরা শহরের সরকার নিয়ন্ত্রিত এলাকার একটি ভবন নিয়ন্ত্রণ নিতে হামলা করে। এই হামলায় এখন পর্যন্ত ২৮ জন সিরীয় সেনা ও মিলিশিয়া নিহত হয়েছে। এছাড়া নিহত হয়েছে ৪০ আইএস জঙ্গি, বাকি ১৪ জন বেসামরিক নাগরিক। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরীয় সেনাবাহিনী দেইর আল জোরে আইএস জঙ্গিদের উপর সফলভাবে হামলা চালিয়েছে।
দেইর আল জোরের বেশির ভাগ এলাকা ২০১৫ সাল থেকে আইএস এর নিয়ন্ত্রণে রয়েছে। তবে সিরীয় সরকারি বাহিনী বিমানবন্দর ও পার্শ্ববর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ও আরব যোদ্ধা এবং তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহী যোদ্ধারা সিরিয়ার উত্তরাঞ্চল থেকে আইএসকে উৎখাত করতে সক্ষম হয়েছে। তবে জঙ্গি সংগঠনটি দেশটির পূর্বাঞ্চলীয় মরুভূমি ও ইউফ্রেটিস নদীর মোহনায় শক্ত অবস্থান ধরে রেখেছে। রয়টার্স।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন