মোদী ভিজলেন বৃষ্টিতে, মন্ত্রী মাথায় ধরতে হল ছাতা!

  22-06-2017 02:25PM

পিএনএস ডেস্ক : ঢাকঢোল পিটিয়ে আন্তর্জাতিক যোগা দিবস পালন করেছে গোটা দেশ৷ সাতসকালে সপার্ষদ যোগা দিবসে অংশ নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যোগ চর্চায় দেশবাসীকে উৎসাহ দিতে প্রচারের কোনও কসুর করেনি কেন্দ্রীয় সরকার৷ এলাহি আয়োজন ছিল৷

কিন্তু, হঠাৎই বাধ সাধল বৃষ্টি৷ অনুষ্ঠান চলাকালীন একপশলা বৃষ্টির মধ্যেই যোগা করলেন প্রধানমন্ত্রী মোদী৷ কিন্তু, যোগা অনুষ্ঠান চালাকালীন তাঁর দলেই অন্য এক মন্ত্রীর কাণ্ডকারখানা এখন সোশ্যাল মিডিয়া ভ্যায়রাল৷

কী কাণ্ড ঘটিয়েছেন তিনি? দেখা যাচ্ছে, বৃষ্টি উপেক্ষা করে লখনউতে যোগায় যখন ব্যস্ত প্রধানমন্ত্রী, ঠিক তখনই সকালের মিঠে রোদ থেকে বাঁচাতে ছাতায় নীচে আশ্রয় নিলেন মধ্যপ্রদেশের বিজেপি’র এক মন্ত্রী৷ কারণ, রোদ নাকি সহ্য করতে পারেন না তিনি৷

যতোই হোক, ঠাণ্ডা ঘরে থাকার অভ্যাস যে মন্ত্রীকে কাবু করে ফেলেছে৷ কিন্তু, দলের নির্দেশ৷ যোগায় অংশ নিতেই হবে৷ অগত্যা, খোলা মাঠে যোগায় উপস্থিত মন্ত্রী৷ খোলাস্থানে চড়া গরমে যোগা করা কী সম্ভব? ফলে, ছাতা চাই মাথার উপর৷ বোধহয় ব্যবস্থা আগেই করে রেখেছিলেন৷ শুধু প্রয়োজন ছিল নির্দেশ৷ মন্ত্রীর মাথায় ছাতা ধরার কী লোকের অভাব?

বুধবারের যোগ দিবসে মধ্যপ্রদেশের বাণিজ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লাকে দেখা গেল একটু অন্যভাবেই৷ যোগা চলাকালীন সকালের রোদ থেকে বাঁচতে মন্ত্রীর মাথায় ছাতা ধরতে ছুটছেন রাজেন্দ্র শুক্লার আত্মহয়াক৷ ছাতা মেলে মন্ত্রীকে সুরক্ষা দিতে তৎপর মন্ত্রী সহযোগী৷ বাণিজ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লার এহেন কার্যকলাপ দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাসিঠাট্টা শুরু হয়েছে৷ তবে, তাতে কিবা যায় আসে? মন্ত্রীর তো বাঁচলেন৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন