যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার মহড়া নিয়ে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি উ. কোরিয়ার

  21-08-2017 10:14AM


পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া নিয়ন্ত্রণহীন পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছে উত্তর কোরিয়া।

সোমবার থেকে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বাৎসরিক সামরিক মহড়া উলচি ফ্রিডম গার্ডিয়ানে দেশ দু’টির ৪০ হাজার সেনা অংশ গ্রহণ করবে। পাশাপাশি বেসামরিক কর্মী, বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরাও এতে অংশ নেবে।

যৌথ মহড়া প্রস্তুতি বাড়াবে এবং কোরিয় উপদ্বীপকে রক্ষা করবে ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে বলে বিবৃতিতে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।

এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় দৈনিক রডং সিনমুনের সম্পাদকীয়তে এ মহড়াকে বৈরিতার সবচেয়ে নগ্ন প্রকাশ হিসেবে উল্লেখ করা হয়েছে। মহড়া যে পূর্ণযুদ্ধের রূপ নিবে না সে নিশ্চয়তাও কেউ দিতে পারবে না বলেও উল্লেখ করা হয় এতে। এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, প্রয়োজনে উত্তর কোরিয়া যে কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন