বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের চার্চে নিহত ১, আহত ৭

  25-09-2017 01:12PM



পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিলে একটি চার্চে বন্দুক হামলায় ১ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। হামলাকারীর নিজের বুকেও একটি গুলি বিদ্ধ হয়েছে।

তবে সেটি সে নিজে করেছে নাকি অন্য কেউ করেছে তা এখনো জানা যায়নি।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, তারা ‘ব্রুনেট চ্যাপেল চার্চ অফ ক্রাইস্ট’ নামে ওই চার্চে বন্দুক হামলার বিষয়ে তদন্তের জন্য একটি সিভিল রাইটস ইনভেস্টিগেশন প্রক্রিয়া শুরু করেছে।

এই হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল তা এখনো নির্ণয় করা যায়নি।

হামলাকারীর নাম ইমানুয়েল কিডেগা স্যামসন (২৫)। যিনি মারফ্রিসবোরোর বাসিন্দা। ১৯৯৬ সালে সুদান থেকে যুক্তরাষ্ট্রে আসা এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের একজন বৈধ নাগরিক।

তাকে গ্রেপ্তারের পর চিকিৎসা শেষে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। সূত্র: ফক্স নিউজ

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন