কৃষ্ণাঙ্গদের সমর্থন পেতে ট্রাম্পের 'প্লাটিনাম প্ল্যান'

  26-09-2020 01:50PM


পিএনএস ডেস্ক: কৃষ্ণাঙ্গ আমেরিকানদের সমর্থনে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে মাত্র ৮ শতাংশ কৃষ্ণাঙ্গ ইলেক্টরেটের সমর্থন পেয়েছিলেন ট্রাম্প। তাই কৃষ্ণাঙ্গ ভোটারদের মন পেতে নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন তিনি। মার্কিন নির্বাচনের মাত্র দুই মাস আগে শুক্রবার তিনি এমন ঘোষণা দিয়েছেন। ট্রাম্প ঘোষিত 'প্লাটিনাম প্ল্যান'র মধ্যে রয়েছে কৃষ্ণাঙ্গদের জন্য বিদ্যমান অর্থনীতি সম্পর্কিত কর্মসূচির সম্প্রসারণ।

নতুন প্রস্তাবনায় উগ্র শ্বেতাঙ্গবাদী গোষ্ঠী হিসেবে কু ক্লাক্স ক্লান ও অ্যান্টিফার বিচার, ১৯ জুনকে (যুক্তরাষ্ট্রে দাস ছিলেন এমন ব্যক্তিদের মুক্তি স্মরণে) ছুটি ঘোষণা এবং কৃষ্ণাঙ্গদের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন।

আটলান্টায় কৃষ্ণাঙ্গদের অর্থনৈতিক ক্ষমতায়নের 'প্লাটিনাম প্ল্যান' ঘোষণার সময় ট্রাম্প একই বিষয়ে বাইডেনের প্রস্তাবের সমালোচনা করেন। ট্রাম্পের দাবি, ৪৭ বছরের বেশি সময় ধরে সাবেক প্রেসিডেন্ট বাইডেন কৃষ্ণাঙ্গদের ক্ষতি করেছেন। সূত্র: সিএনএন

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন