চট্টগ্রামে অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

  07-12-2016 06:33AM

পিএনএস, চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বহদ্দারহাট বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ওজনে কারচুপি, বিএসটিআই এর অনুমোদনহীন ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার, নির্ধারিত পণ্যে পাটজাত ব্যাগ ব্যবহার না করা ও পণ্যমূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১২ জন দোকানদারকে মোট ৪০৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরে নগরীর হাজারী গলি এলাকায় মেয়াদবিহীন ওষুধ বিক্রির অপরাধে ফারুক ফার্মেসিকে ১০,০০০ টাকা ও নিষিদ্ধ ঘোষিত কোম্পানীর ওষুধ বিক্রির অপরাধে মুনস্টার ড্রাগসকে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং নিষিদ্ধ ক্ষতিকারক ওষুধ জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই এর পরিদর্শক মুকুল মৃধা, পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম ও ঔষধ তত্ত্বাবধায়ক মাখনুওন তাবাস্সুম উপস্থিত ছিলেন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন শৃঙখলা রক্ষার্থে দায়িত্ব পালন করে।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলাপ্রশাসন চট্টগ্রাম এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফোরকান এলাহি অনুপম।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন