বদরুলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে খাদিজা

  26-02-2017 11:26AM

পিএনএস, সিলেট: সিলেটে ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হযেছেন হামলার শিকার কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস।

রোববার সকাল সাড়ে ১০টার পর সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির হন খাদিজা। এই আদালতেই বদরুল আলমের বিরুদ্ধে করা খাদিজাকে হত্যাচেষ্টার মামলাটির বিচার চলছে।

এই মামলার প্রধান সাক্ষী হিসেবে রোববার আদালতে জবানবন্দি দেবেন খাদিজা।

গত বছরের ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর নির্মমভাবে কোপায় ছাত্রলীগ নেতা বদরুল আলম।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার স্কয়ার হাসপাতালে প্রায় দুই মাস চিকিৎসা দেওয়ার পর ২৮ নভেম্বর সাভারের সিআরপিতে স্থানান্তর করা হয় খাদিজাকে। সেখানে চিকিৎসা শেষে গত শুক্রবার সিলেটের নিজ বাড়িতে ফেরেন খাদিজা।

এদিকে হামলাকারী বদরুল বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছে। হত্যাচেষ্টা মামলার একমাত্র আসামি বদরুল দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। ৩৭ সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন