কথা বলছেন খাদিজা

  21-10-2016 10:44AM

পিএনএস ডেস্ক: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। তিনি হুইলচেয়ারে বসতে পারছেন, কথাও বলছেন বলে জানিয়েছেন তার মা মনোয়ারা বেগম।

গতকাল বিকালে মেয়েকে দেখে এসে মনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, খাদিজাকে দেখতে তিনি দুদিন আগে থেকে ঢাকায় অবস্থান করেছেন। বৃহস্পতিবার বিকালে তিনি খাদিজাকে দেখতে হাসপাতালে যান। এ সময় খাদিজাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘খাদিজা তুমি আমাকে চিনছোনি (চিনেছ)? বলতো দেখি আমি কে?’ এভাবে কয়েকবার বলার পর খাদিজা একবার তাকে ‘আম্মা’ বলে ডাকেন। এ সময় বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মনোয়ারা বেগম বলেন, ‘আমার মেয়ের ওপর যে হামলা করেছে, তার বিচার চাই। না হয় খাদিজার মতো আরো অনেকেই এমন হামলার শিকার হবে।’

এদিকে স্কয়ার হাসপাতালে থাকা খাদিজার বাবা মাসুক মিয়া বলেন, ‘ধীরে ধীরে খাদিজার জ্ঞান ফিরে আসছে। তবে ব্যথা বাড়ছে। মাঝে মাঝে ব্যথার যন্ত্রণায় ছটফট করছে। বাম দিকের অনুভূতি এখনো ফিরে আসেনি। তবে ডান হাত, ডান পা অনবরত নাড়ছে।’

এদিকে খাদিজার ‘দ্রুত অগ্রগতি’ হচ্ছে জানিয়ে হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন বলেন, ‘খাদিজার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। আজ (গতকাল) হাসপাতালের নার্সরা তাকে হুইলচেয়ারে করে ঘুরিয়েছেন। নিঃশ্বাসও নিচ্ছে স্বাভাবিকভাবেই।’

প্রসঙ্গত, ৩ অক্টোবর ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা। বিকালে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম (২৭)। পরে অন্য শিক্ষার্থীরা বদরুলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার দিন গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে খাদিজার দুই দফা অস্ত্রোপচার করেন বিশেষজ্ঞ চিকিত্সকরা। অস্ত্রোপচার শেষে তাকে টানা ৯২ ঘণ্টা লাইফ সাপোর্টে রাখা হয়। পরে ১২ অক্টোবর সকালে তার লাইফ সাপোর্ট খোলা হয়।

এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে সিলেট শাহপরাণ থানায় বদরুল আলমকে আসামি করে হত্যা চেষ্টা মামলা করেন। এরই মধ্যে ছাত্রলীগ ক্যাডার বদরুল খাদিজার ওপর হামলার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন