‘বিআরটিতে ২ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক’

  04-12-2016 03:01PM


পিএনএস: এয়ারপোর্ট-ঝিলমিল বিআরটির (বাস র‌্যাপিড টান্সজিট) এয়ারপোর্ট থেকে মহাখালী অংশের নির্মাণে ২ হাজার কোটি টাকা (২৫০ মিলিয়ন ডলার) দেবে বিশ্বব্যাংক। বিআরটির (বিআরটি লাইন-৩) কাজ দ্রুত এগিয়ে নিতে বিশ্বব্যাংককে প্রতিশ্রুত অর্থ তাড়াতাড়ি দেওয়ার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে আজ রবিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসের অপারেন্স ম্যানেজার রাজশ্রী এস পারালকারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। একই সঙ্গে ২২৫ কিলোমিটারের চট্টগ্রাম-টেকনাফ সড়কটি দুই লেন থেকে চার লেনে রূপান্তরে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন ওবায়দুল কাদের। বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি হচ্ছে সড়কের নির্দিষ্ট লেনে দ্রুতগতির বাস চলাচল অবকাঠামো।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এয়ারপোর্ট থেকে ঝিলমিল পর্যন্ত (বিআরটি নির্মাণ) ওয়ার্ল্ড ব্যাংক ফিজিবিলিটি (সম্ভাব্যতা যাচাই) করেছিল। এটার ডিটেইল ডিজাইনও (বিস্তারিত নকশা) হয়েছিল। তিন বছর আগে এটা নিয়ে একটি সেমিনারও হয়েছিল, যখন অ্যালেন গোল্ডস্টেইন (তৎকালীন বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি) ছিলেন। ওই সেমিনারে আমি চিফ গেস্ট ছিলাম। কিন্তু মাঝখানে ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতু থেকে চলে গেল। অন্যান্য প্রজেক্টগুলোও স্লো ডাউন (ধীর গতি) হয়ে গেল। বিআরটি প্রজেক্টও আর এগোল না। এটা অনেকটা মাঝপথেই থেমে গেল। এখন আবার ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট ঢাকা সফর করেছেন। আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করার পর এখন মনে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক পজিটিভলি রেসপন্স (ইতিবাচক সাড়া) করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, তারা (বিশ্বব্যাংক) আমাদের উন্নয়ন প্রজেক্টে আবার পুরোদমে ফিরে আসতে চাইছে বলে তাদের কর্মকাণ্ডে বুঝতে পারছি, আভাস পাওয়া যাচ্ছে। এরই অংশ হিসেবে ওয়ার্ল্ড ব্যাংকের এ প্রতিনিধি দল আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। বিশ্বব্যাংক এয়ারপোর্ট থেকে ঝিলমিল পর্যন্ত বিআরটি তিনটি পর্যায়ে করতে চায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এরমধ্যে ফার্স্ট ফেইজ হবে এয়ারপোর্ট থেকে মহাখালী পর্যন্ত। মহাখালী পর্যন্ত ২৫০ মিলিয়ন ডলারের (২ হাজার কোটি টাকা) একটি লোনের বিষয় আছে। আমি বলেছি, লোনটা যেন তাড়াতাড়ি রিলিজ করা হয় এবং অ্যাপ্রুভাল দেওয়া হয়। টাকাটা তারা দেবে একটু কুইক অ্যাপ্রুভালের (দ্রুত অনুমোদন) জন্য বলেছি বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন