ফার্মগেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

  08-12-2016 10:10PM

পিএনএস: ফার্মগেট এলাকায় দুইশর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এসময় সুপার সপ আগোরাসহ দুইটি প্রতিষ্ঠানকে এক রাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমান বৃহস্পতিবার ডিএনসিসির এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

গণমাধ্যমে ডিএনসিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন ফার্মগেট, ইন্দিরারোড এবং কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে দিনব্যাপী উচ্ছেদ অভিযান চলে। এসময় ফুটপাতে ২০০ টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়া ইন্দিরা রোডের সুপার শপ আগোরাসহ দুইটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন