দুদক কর্মকর্তাদের সম্পদের বিবরণী দাখিল করতে হবে

  09-12-2016 01:22PM


পিএনএস: আগামী বছরের মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সকল কর্মকর্তাদের সম্পদের বিবরণী দাখিল করতে হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসির উদ্দিন।

শুক্রবার সকালে শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

নাসির উদ্দিন বলেন, অন্যান্য অংশীদারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা পেলে দুদকের পক্ষে আরও ভালো কাজ করা সম্ভব।

আগের চেয়ে দুদকের প্রতি জনগণের আস্তা বেড়েছে বলেও দাবি করেন তিনি।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন। এছাড়া আলোচনায় অংশ নেন, দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক ড. মো. শাসুল আরেফিন, কমিশনার এএসএম আমিনুল ইসলাম প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন