যশোরে ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধন

  11-01-2017 08:07PM

পিএনএস: যশোরে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশের ১২তম এই ভিসা কেন্দ্র উদ্বোধনকালে ভারতীয় হাইকমিশনার বলেন, যশোর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অন্যতম প্রবেশদ্বার।

এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার ব্যবসা-বাণিজ্যের প্রায় ৫০ ভাগ বেনাপোল-পেট্রাপোলের মধ্যে হয়ে থাকে।

এজন্য যশোরের অনেক গুরুত্ব রয়েছে। তাই এ অঞ্চলের মানুষের সুবিধার্থে যশোরে এ ভিসা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ভিসা কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি সুভাষ বোস, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত দাস শান্ত, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রধান জেনারেল ম্যানেজার সুজিত কুমার ভার্মা



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন