মেলায় এসেছে ফজলুল হকের ‘হাতঘড়ি’

  27-02-2017 09:29PM

পিএনএস: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফজলুল হকের ‘হাতঘড়ি’ শিরোনামের বই মিলছে অমর একুশে বইমেলায়। হাতঘড়ি (অতিপ্রাকৃত ও ভৌতিক) বইটিতে মোট চারটি ছোট গল্প রয়েছে। হাতঘড়ি, লতা, হোটেল অমর‘ত পার্ক ল্যান্ড এবং ম্যাজিক।

‘হাতঘড়ি’ গল্পে মূল চরিত্র, আকাশকে তার বাবা একটা হাতঘড়ি গিফট করে। ঘড়িটা হাতে দেয়ার পর থেকেই তার জ্বর আসা শুরু হয়। এবং সে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখতে থাকে। একদিনের জন্য প্রিয় হাত ঘড়িটা সে তার প্রেমিকা লাবণ্যকে দেয়। সেই রাতে শেষ পর্যন্ত কি ঘটে এটা নিয়েই গল্প।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই বন্ধুর একজনের হঠাৎ জল বসন্ত ওঠে। বন্ধু ফিরোজ পিয়াসকে বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তি করে চলে আসে। সে রাতেই হাসপাতালের গাছের লতাগুলো পিয়াসকে টানতে টানতে হাসপাতালের বাহিরে নিয়ে চলে আসে।

পিয়াসের জীবনে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। তাই নিয়ে লেখা লতা। বাকি দুটি গল্পও কল্পকাহিনী থেকে লেখা।

পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন