বঙ্গবন্ধুর আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান

  01-03-2017 09:39PM


পিএনএস: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির অন্যতম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার নীতি-আদর্শকে অনুসরণ করলে আমাদের দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে থাকতে পারবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়। আর এ উন্নয়নকে চলমান রাখতে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

আজ বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত পিঠা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিগগিরই নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারিকরণ করা হবে।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক মিঞা লুৎফার রহমান, ড. মো. শামসুদ্দিন ইলিয়াস, ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মনিরুজ্জামান প্রমুখ।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন