রাজধানীতে তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু

  25-07-2017 10:30AM


পিএনএস: রাজধানীতে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে।

সরকারের বিভিন্ন নীতিমালা, নির্দেশনা, অগ্রাধিকার বাস্তবায়নের উপায় তথা কার্যকর ও সাবলীলভাবে প্রশাসন পরিচালনা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তাবনা নিয়ে আলোচনার জন্য প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁও নিজ কার্যালয়ের শাপলা হলে এই সম্মেলন উদ্বোধন করেন।

২৪ জুলাই সোমবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রীপরিষদ সচিব এম. শফিউল আলম বলেন, মন্ত্রীবর্গ, উপদেষ্টাবৃন্দ, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং ৫২টি মন্ত্রনালয়ের সচিবরা এই সম্মেলনের ২২টি সাধারণ ও ১৮টি কর্ম অধিবেশনে অংশগ্রহণ করবেন।

মন্ত্রীপরিষদ সচিব জানান, জেলা প্রশাসকরা সরকারের প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার লক্ষ্যে ৩৪৯টি প্রস্তাব জমা দিয়েছেন।

তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ কবেন।

তারা বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, জেলা প্রশাসকরা মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে আইনগত, প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছেন, সেগুলো উত্তোরনে তারা সরকারের নীতি নির্ধারকদের কাছে দিকনির্দেশনা চাইবেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন