রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

  20-10-2017 08:58AM


পিএনএস ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলেত চাভুসগলু’র সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বের উন্নয়নশীল আটটি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত গোষ্ঠী ‘ডি-এইট’ সম্মেলনে যোগ দিতে শাহরিয়ার কবির বর্তমানে তুরস্কে অবস্থান করছেন।

বৈঠকে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, রোহিঙ্গা সমস্যা সমাধানে সবসময় বাংলাদেশের পাশে থাকবেন তারা।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে সর্বপ্রথম সারিতে বিবৃতি দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

গত ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কয়েকটি চৌকিতে হামলার পর সেখানে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন শুরু হয়। ছয় সহস্রাধিক রোহিঙ্গা নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রোহিঙ্গাদের প্রায় অর্ধেক গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা এবং একাধিক আন্তর্জাতিক সংস্থা রাখাইনে গণহত্যা চলছে বলে অভিযোগ করে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন