আগামী নির্বাচনে পুনর্নির্বাচিত হবো: প্রধানমন্ত্রী

  23-11-2017 09:37AM


পিএনএস ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আমরা জনগণের জন্য যে কাজ করেছি তাতে আগামী সংসদ নির্বাচনে পুনর্নির্বাচিত হবো বলে আমরা আশাবাদী।’

বুধবার রাতে সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আন্দোলনের নামে যারা জনগণকে পুড়িয়ে হত্যা করেছে তারা ভোট পাবে না। খবর বাসসের।

আওয়ামী লীগ সভাপতি দলের মধ্যে মতবিরোধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা একে অপরের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য শুনতে চাই না।

জরিপের ভিত্তিতে জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রতি ৬ মাস পর পর জরিপ চালানো হবে। স্বচ্ছ প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে। প্রত্যেককে এ জন্য কাজ করতে হবে।

দেড় ঘন্টা স্থায়ী এ বৈঠকে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, হুইপ আতিউর রহমান আতিক, শামীম ওসমান, আবদুর রহমান বদি এবং অনুপম শাহজাহান বক্তব্য রাখেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন