পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার

  21-01-2018 12:23PM


পিএনএস ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের সমস্যা চিহ্নিত করে পার্বত্য চুক্তি করেছে আওয়ামী লীগ। শান্তি চুক্তি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ জানুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং ইউনিসেফ এর যৌথ উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাধীন মিতিংগাছড়িতে নির্মিত ৪ হাজারতম পাড়াকেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেল থেকে তিনি এ উদ্বোধন করেন।

২০ বছর পার্বত্য চট্টগ্রামের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে একসময় রক্তক্ষয়-সংঘাত ছিল। এই সংঘাতের কারণ-সমস্যা চিহ্নিত করেই আওয়ামী লীগ শান্তি চুক্তি করে।

যুগোপযোগী আইনের মাধ্যমে পার্বত্য অধিবাসীদের ভূমি মালিকানা নিশ্চিত করা হবে। শান্তি চুক্তির আশি ভাগ বাস্তবায়িত হয়েছে বাকিগুলো নিয়ে কাজ করছে সরকার।

তিনি বলেন, বৃটিশ আইনে নয়, পার্বত্য এলাকার ভূমি মালিকানা হবে দেশীয় আইনে। দেশের সার্বিক উন্নয়নে সমঅংশীদার হবে পার্বত্য এলাকাবাসী।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন