গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

  22-08-2018 12:52PM

পিএনএস ডেস্ক : বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

ঈদের দিন সকাল ১০টার পর শুরু হয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। এ সময় মন্ত্রী-এমপি, আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্য, বুদ্ধিজীবী, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিকসহ সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর বেলা ১১টা থেকে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে দেশের মানুষ খুশি হয়ে থাকলে আগামী নির্বাচনে আবারও বিজয়ী হবে আওয়ামী লীগ। তিনি বলেন, স্বজন হারানোর শোকের মাস আগস্ট। সেই বেদনা নিয়েও দেশের মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। তিনি সরকারের উন্নয়নের বার্তা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জানাতে নেতাকর্মীদের আহ্বান জানান।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন