‘আহমদ শফীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে’

  15-01-2019 03:48PM

পিএনএস ডেস্ক : মেয়েদের স্কুলের না দেওয়ার বিষয়ে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নারী শ্রমিক নেতারা। তারা বলেন, শাহ আহমদ শফীকে এ বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

বক্তারা বলেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক নর-নারীর জন্য ফরজ। কিন্তু আল্লামা শফী নারীদের পড়াশোনা না করার ফতোয়া দিয়েছেন। তার এ বক্তব্য নিঃসন্দেহে হাদিস বিরোধী।

তারা আরও বলেন, বাংলাদেশের সরকার ও বিরোধী দলে বেশ কয়েকজন শীর্ষ নেতা আছেন নারী। হাজার হাজার নারী শ্রমিক ও কর্মচারী হিসেবে কাজ করছেন। নারীরা শিক্ষিত না হলে দেশে উন্নয়ন নিশ্চিত বাধাগ্রস্ত হরে। এমতাবস্থায় হেফাজতের আমির নারীদের পড়াশোনা না করার ফতোয়া দিয়েছেন। এটা নিঃসন্দেহে দেশের উন্নয়নের ধারা ব্যাহত করার ফতোয়া। তাই অনতিবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এ সময় দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও খুনের ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন তারা। শ্রমিক নেত্রী লাভলী আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা আবুল হো‌সেন ও বি‌ভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন