চালের দাম ভোক্তাদের নাগালেই থাকবে: খাদ্যমন্ত্রী

  18-01-2019 08:49PM

পিএনএস ডেস্ক : দেশে পর্যাপ্ত ধান-চাল মজুদ আছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের দাম ভোক্তাদের নাগালেই থাকবে। চালের দাম নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। শুক্রবার নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকার যে দরে ধান ও চালের দাম বেঁধে দিয়েছেন সেই দরে ধান ক্রয় ও চাল বিক্রি করলে কৃষক ও চাতাল মালিক উভয় লাভবান হবেন। বর্তমান সরকারি দরের নিচে বাজারে চালের দাম রয়েছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে পর্যাপ্ত ধান চাল মজুদ আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে প্রধান করে প্রতিটি জেলায় একটি করে তদারকি টিম গঠন করা হয়েছে।

এ সময় জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. আমিনুল হক, পত্নীতলা উপজেলা সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির, উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেনসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন