সারা দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে কমিটি, নেতৃত্বে শাজাহান খান

  17-02-2019 04:04PM

পিএনএস ডেস্ক : সারা দেশের সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে একটি কমিটি করেছে সরকার। ১৫ সদস্যের এই কমিটিতে প্রধান করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি শাজাহান খানকে।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে নবনির্মিত বিআরটিএ ভবনে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নানা সময়ে সড়ক দুর্ঘটনা, পরিবহন ধর্মঘট, শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে আলোচিত-সমালোচিত এই শ্রমিক নেতা আওয়ামী লীগের আগের দুই মেয়াদে নৌপরিবহনমন্ত্রী ছিলেন। আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর বাদ পড়েন মন্ত্রিসভা থেকে। এবার সেই শাজাহান খানকে আনা হলো সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে গঠিত কমিটিতে।

ওবায়দুল কাদের জানান, সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নে তিন সদস্যের একটি পৃথক কমিটিও করা হয়েছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এই কমিটিতে রয়েছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন