আন্দোলনে নয়, আইনি প্রক্রিয়াতেই খালেদা জিয়ার মুক্তি সম্ভব: আইনমন্ত্রী

  24-03-2019 03:52PM

পিএনএস ডেস্ক :আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্দোলন করে নয়, একমাত্র আইনি প্রক্রিয়াতেই খালেদা জিয়ার মুক্তি সম্ভব।

রোববার (২৪ মার্চ) দুপুরে রাজশাহী আইনজীবী সমিতির (বার ভবন) নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

এর আগে, একদিনের সরকারি সফরে বেলা সাড়ে ১২টার দিকে আইনমন্ত্রী রাজশাহী পৌঁছান। এ সময় নতুন বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে পুরনো বার ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি।

বিকেলে আইনমন্ত্রী বিচার বিভাগীয় কর্মকর্তারদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপরই তিনি ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন