চট্টগ্রাম শাহ আমানতে ১৪ ঘণ্টা বিমান চলাচল বন্ধ ঘোষণা

  09-11-2019 02:57PM

পিএনএস ডেস্ক:ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাব পড়েছে আকাশপথেও। দেশের অভ্যন্তরীণ বেশ কিছু রুটে কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শনিবার বিকেল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ।

এয়ারপোর্ট ম্যানেজার সরওয়ার-ই-জামান জানান, বিকাল ৩টার পর ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চট্টগ্রাম বন্দর অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এ কারণে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যা সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।

তিনি আরও বলেন, ‘আমরা সদর দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সংকেতগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। দুর্যোগ মোকাবেলায় প্ল্যান অনুযায়ী আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। ঘুর্ণিঝড় মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন