যমুনা টিভির সাংবাদিক ও তার পরিবারের ৩ জনের করোনা শনাক্ত

  09-04-2020 07:39PM

পিএনএস ডেস্ক: বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল যমুনা টিভি একজন সংবাদকর্মী তার পরিবারের আরো তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে একজন শিশু রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় যমুনা টেলিভিশনের এক সংবাদকর্মী এতথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত চারজনকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সরকারি ঘোষণায় নতুন আক্রান্তদের মধ্যে তারাও আছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ২১। নতুন করে শনাক্ত হয়েছেন ১১২ জন, যা গত দিনের থেকে দ্বিগুণেরও বেশি। নতুন শনাক্তদের মধ্যে ৭০ জন পুরুষ এবং ৪২ জন নারী। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩৩০ জন।

বৃহস্পতিবারের সংবাদ বুলেটিনে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় যাদের সংক্রমণ শনাক্ত হয়েছে, তাদের বেশিরভাগ ঢাকা শহরের। ঢাকা শহরে শনাক্ত হয়েছেন ৬২ জন। এরপর ১৩ জন রয়েছেন নারায়ণগঞ্জের। আমরা ইতোমধ্যেই নারায়ণগঞ্জকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছি। সেখানে বিশেষ পদক্ষেপ নিয়ে কাজ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘যদিও বিভিন্ন জায়গায় রোগী পাওয়া যাচ্ছে। বিভিন্ন জেলায় রোগী শনাক্ত হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আগে যে ক্লাস্টারগুলো চিহ্নিত করা হয়েছিল যেমন—নারায়ণগঞ্জ, অনেক জেলাতেই যখন রোগী চিহ্নিত করেছি, তখন জানা গেছে যে, তারা নারায়ণগঞ্জ থেকে গেছেন।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন