মালদ্বীপ থেকে দেশে ফিরলেন ১২০০ প্রবাসী শ্রমিক

  27-05-2020 01:41AM

পিএনএস ডেস্ক : করোনা ভাইরাস পরিস্থিতিতে অনিয়মিত হিসেবে সম্প্রতি চিহ্নিত ১২০০ বাংলাদেশি মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন।

জরুরি নোটিশে মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ হাইকমিশন থেকে বিষয়টি জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৫ জুনের মধ্যে আরও ৩-৪টি ফ্লাইটে করে অনেক শ্রমিক দেশে ফিরবেন। খবর ইউএনবির।

পাশাপাশি নিয়মিত ফ্লাইট চলাচল পুনরায় শুরু হলে বৈধ এবং অবৈধ বাংলাদেশি শ্রমিকদের দেশে ফেরার অনুমতি দেওয়া হবে।

এর আগে মালদ্বীপে কর্মক্ষেত্রে যোগ দিতে না পারা ৭০ বাংলাদেশিকে গত ১৭ মে দেশে ফিরিয়ে আনে বিমানবাহিনীর একটি সি-১৩০বি পরিবহন উড়োজাহাজ।

গত ২১ মে সংযুক্ত আরব আমিরাত থেকে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন আরও ২৩০ আমিরাত প্রবাসী। এ ছাড়া গত ১২ মে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে ৩০০ জন নাগরিক দেশে ফেরেন।

তার আগে লকডাউনের কারণে যুক্তরাজ্যে আটকা পড়া শিক্ষার্থীসহ ১১৪ জন বাংলাদেশি ১১ মে সকালে ঢাকায় ফেরেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন