তীরে আনা হয়েছে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চকে

  30-06-2020 01:56PM

পিএনএস ডেস্ক: রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চ ‘মর্নিং বার্ড’কে প্রায় ২৬ ঘণ্টা পর পানির নিচ থেকে টেনে তোলা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) উপ সহকারী পরিচালক মো. মোস্তফা মহসিন ও সহকারী পরিচালক মো. আব্দুল হালিম বিষয়টি জানিয়েছেন। তারা বলেন, এয়ারলিফটিং করে সকাল ১১টার দিকে লঞ্চটিকে তীরের কাছাকাছি আনা হয়েছে। নিখোঁজদের সন্ধানে লঞ্চটির ভেতরে ফাইনাল সার্চ করা হবে।

এদিকে, সকাল ১০টার দিকে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে ফের উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। পরে দুপুরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার (২৯ জুন) মুন্সিগঞ্জ কাঠপট্টি থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকায় আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে ফরাশগঞ্জ ঘাট সংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় ময়ূর-২ লঞ্চ পেছনের দিকে ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এদিন রাত ৮টা পর্যন্ত পুরুষ, নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন