ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি

  31-07-2020 01:15PM

পিএনএস ডেস্ক: ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে। ফলে মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ জট। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে জট কমতে শুরু করলে ধীরগতিতে চলছে যানবাহন।

শুক্রবার (৩১ জুলাই) ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ মহাসড়কের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানবাহনের লাইন ছিল দীর্ঘ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীর গতিতে গাড়ি চলছে।

অন্যান্য বছর ঈদযাত্রায় যানজটের কারণে যাত্রীদের সড়কেই ৭-৮ ঘণ্টা আটকে থাকতে হয়েছে। কিন্তু এ বছর চিত্র কিছুটা ভিন্ন। বন্যা ও করোনার কারণে অনেকেই গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকাতেই ঈদ করবেন। এ জন্য উত্তরের পথে অন্যান্য বছরের তুলনায় যানবাহন কম চলাচল করছে। পাশাপাশি মহাসড়কে চার লেনের কাজ প্রায় সম্পন্ন হওয়ায় ও আন্ডারপাস-ওভারপাসগুলো দিয়ে যানবাহন চলাচল করতে পারায় তীব্র যানজট থেকে মুক্তি পেয়েছেন যাত্রীরা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান বলেন, এখন পর্যন্ত মহাসড়কে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। তবে গতকালের চেয়ে আজ গাড়ির বাড়তি চাপ লক্ষ্য করা গেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন