করোনার ভ্যাকসিন কিনতে সরকার অর্থ বরাদ্দ রেখেছে: সচিব

  14-09-2020 09:39PM

পিএনএস ডেস্ক : স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান জানিয়েছেন, করোনার ভ্যাকসিন কিনতে সরকার অর্থ বরাদ্দ রেখেছে। সোমবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অস্থায়ী করোনা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্য সচিব।

মো. আব্দুল মান্নান বলেন, ‘করোনার ভ্যাকসিন কিনতে অর্থ বরাদ্দ রেখেছে সরকার। যে কোনো দেশ থেকে ভ্যাকসিন পাওয়ার জন্য এই বরাদ্দ। বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে।’

তিনি বলেন, ‘চীনকে ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে। আরও কয়েকটি কোম্পানি পাইপলাইনে আছে। তারাও ট্রায়ালের অনুমতি চাইছে...পরে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে।’

অব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম ফেলে না রেখে সারাদেশে পাঠানো হবে বলেও জানান স্বাস্থ্য সচিব।

তিনি বলেন, ‘যেখানে চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন নেই সেখান থেকে অন্য জায়গায় কীভাবে কাজে লাগানো যায় তা ভেবে দেখা হবে। সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন করা হবে।’

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন