সিরাজগঞ্জে জঙ্গি আস্তানা থেকে বেরিয়ে এলো চারজন

  20-11-2020 12:20PM

পিএনএস ডেস্ক: সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার উকিলপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে চারজন সদস্য র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মহিউদ্দিন মিরাজ।

মহিউদ্দিন মিরাজ জানান, শুক্রবার বেলা পৌনে ১১টার সময় ওই বাড়ি থেকে বের হয়ে ৪ জন আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজনের নাম কিরণ। তিনি পাবনা-সিরাজগঞ্জ জেমএমবির আঞ্চলিক প্রধান।

এর আগে শুক্রবার ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একতলা ওই টিনশেড বাড়িটি ঘিরে রাখে র‌্যাব।

মহিউদ্দিন মিরাজ বলেন, ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে আমরা ওই বাড়িটিতে অভিযান চালাচ্ছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র‌্যাবের আরো টিম কাজ করছে। এ ঘটনায় ঢাকা থেকে র‌্যাবের একটি বোমা ডিসপোজাল ইউনিট এসেছে।

‘অভিযান এখনও চলছে। শেষ হওয়ার পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে’ বলেও জানান এই কর্মকর্তা।

এর আগে স্থানীয়রা বলেন, একতলা ওই বাড়িটির মালিকের নাম ফজলুল হক। তিনি একজন শিক্ষক। অনেকদিন ধরেই তার বাড়িতে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিলেন। হঠাৎ করে কয়েক মাস আগে বগুড়া থেকে দুইজন অপরিচিত মানুষ এসে বাড়িটিতে থাকতে শুরু করে। তাদের গতিবিধিও ছিলো সন্দেহজনক।

শুক্রবার ভোর রাতে পুরো উকিলপাড়া ঘিরে ফেলে র‌্যাব। সাড়ে ৫টার দিকে শুরু হয় অভিযান। প্রচণ্ড গোলাগুলির শব্দে ঘুম ভাঙ্গে স্থানীয়দের। উৎসুক জনতাও অবস্থান নেয় আশেপাশে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন