গুতেরেসকে ঢাকা সফরের আমন্ত্রণ পররাষ্ট্রমন্ত্রীর

  26-02-2021 12:54PM

পিএনএস ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

যুক্তরাষ্ট্রে সফররত ড. মোমেন এক ভার্চুয়াল বৈঠকে জাতিসংঘ মহাসচিবকে এ আমন্ত্রণ জানান।

বৈঠকে করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন গুতেরেস।

একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের ঈর্ষণীয় সফলতার কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘করোনার স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ দারুণভাবেই সামলে নিয়েছে।’

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশের আর্থ-সামাজিক পরিস্থিতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন গুতেরেস। সেইসাথে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের উদারতা অতুলনীয় বলেও উল্লেখ করেন তিনি।

পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনকে ‘যৌথ উদ্দেশ্য’ বলেও ড. মোমেনকে জানান গুতেরেস।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ভাসানচরের রোহিঙ্গাদের মানবিক সাহায্যে জাতিসংঘকে এগিয়ে আসার অনুরোধ জানান।

এর আগে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের আইনি নিবন্ধন নিশ্চিত করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রে সফররত ড. মোমেন নিউইয়র্কে মার্কিন কংগ্রেসের সদস্য গ্রেস ম্যাং-এর সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান।

বৈঠককালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন