‘প্রথম দফায় জুলাই পর্যন্ত টিকা দেওয়া হবে’

  03-03-2021 03:40PM

পিএনএস ডেস্ক : প্রথম দফায় জুন-জুলাই পর্যন্ত টিকা দেওয়া হবে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

তিনি বলেন, “আগের পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় দেড় কোটি মানুষ টিকা দেওয়ার কথা। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ভ্যাকসিন দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।”

“বিদেশিদের ক্ষেত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী টিকা দেওয়া হবে। টিকা হাতে এলে বয়স এবং শিডিউলের বিষয়টি ভেবে দেখা হবে।”

গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ডোজের টিকা গ্রহীতার সংখ্যা ছিল ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন