বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে

  11-06-2021 10:45PM

পিএনএস ডেস্ক:বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী ৩/৪ দিন দেশের প্রায় সব এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

শুক্রবার বিকেল আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান এতথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম, কুষ্টিয়াসহ উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি হবে। একটানা বৃষ্টি না হলেও থেমে থেমে হবে। সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন